০৩ মার্চ ২০২৫, ১৫:৪৮

ভোলায় আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ যুবক আটক

ভোলায় আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ যুবক আটক
আটক মো. নাজিম উদ্দীন  © সংগৃহীত

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দুটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুটি রাউন্ড তাজা কার্তুজসহ মো. নাজিম উদ্দীন (৪০) নামের এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২ মার্চ) রাতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্যে বাপ্তা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আজ সোমবার (৩ মার্চ) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহমেদ (স্টাফ অফিসার) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আটক নাজিম উদ্দিন বাপ্তা ইউনিয়নের মধ্যে বাপ্তা গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে নাজিমকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি  আগ্নেয়াস্ত্র, দুটি রাউন্ড তাজা কার্তুজ ও একটি দেশি কুড়াল জব্দ করা  হয়। পরে জব্দ করা সব আলামতসহ তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।