২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৬

শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

সড়কে পুলিশের গাড়ি  © সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের ৩টি বাসে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘাটাইলের আব্দুল আলেকের ছেলে আয়নাল হক (৩৭), মিন্নত আলীর ছেলে মো. ফজলু (৪১), মৃত বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) এবং আরফান আলীর ছেলে নাসির (৩৫)। এসময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, টর্চলাইট, স্ক্রু ড্রাইভার, রেঞ্চ, হাতুড়ি, সোনার আংটি, রামদা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) স্বজল খান বলেন, সন্দেহভাজন হিসেবে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাদীর মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে।