২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০

চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভাঙচুর

নির্মাণাধীন দোকান ভাঙচুর  © টিডিসি ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার দাবিকৃত টাকা না পেয়ে নির্মাণাধীন দোকান ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর গ্রামে এই ঘটনা ঘটে।  

ভুক্তভোগী পরিবার জানায়, বাড়ির সামনে নিজস্ব জমিতে দোকান নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের চাহিদা মেটাতে অস্বীকৃতি জানানোয় প্রথমে দোকানের ছয়টি পিলার ভেঙে ফেলা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় আবারও নির্মাণকাজ সম্পন্ন করলে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দেয়াল গুঁড়িয়ে দেয় তারা।  

ভুক্তভোগীরা অভিযোগ করেন, চাঁদাবাজির বিষয়ে একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। তারা বলেন, "আমরা কোথায় যাব? কার কাছে বিচার চাইবো? নিজেদের জায়গায় ঘর তুলতে গিয়ে এখন আরও নিরাপত্তাহীনতায় ভুগছি।"  

স্থানীয়রা জানান, অভিযুক্ত চক্রটি এলাকায় জমি সংক্রান্ত বিরোধ কাজে লাগিয়ে অনৈতিক সুবিধা নেয়। কেউ চাঁদা না দিলে ভয়ভীতি দেখিয়ে দোকান ও বাড়ি নির্মাণে বাধা দেয়। একই কারণে বিবি মরিয়ম গংদের কাছ থেকেও চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় রাতের আঁধারে দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।  

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।