চুরি করতে দেখে ফেলায় নারীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে তাসলিমা বেগম রোজি (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চুরি করতে গিয়ে ধরা পড়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. ওবায়দুল হক তারেক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। তিনি একজন পেশাদার চোর বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের ওবায়দুল হকের নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনার পর মাত্র ৩০ মিনিটের মধ্যেই ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়েছে। সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহত তাসলিমা বেগমের ছোট ভাই সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি করতে গিয়ে ওবায়দুল হক ধরা পড়লে তাঁকে চিনে ফেলেন তাসলিমা বেগম। এ কারণে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ বলছে, বিস্তারিত জানতে তদন্ত চলছে।