পঞ্চম বিয়ের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী গ্রেফতার
চট্টগ্রাম নগরের হালিশহরে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। পঞ্চম বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে স্ত্রী নুর জাহান (২৩) তাকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত নুর জাহানকে গ্রেফতার করা হয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মণিরুজ্জামান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কলোনিতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আলাউদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানার মতি আলম বাজার এলাকায়।
ওসি মণিরুজ্জামান বলেন, ‘আলাউদ্দিনের আগে চারটি বিয়ে ছিল। চতুর্থ স্ত্রী নুর জাহান তার সঙ্গে হালিশহরে থাকতেন। জানুয়ারির প্রথম সপ্তাহে আলাউদ্দিন চতুর্থ স্ত্রীকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। শনিবার রাতে ঝগড়ার একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় নুর জাহান তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর জাহানকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করে। আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হালিশহর থানার এসআই আবু আসাদ মিয়া।
তিনি আরও জানান, আলাউদ্দিনের আগের তিন স্ত্রী কোথায় আছেন, তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।