০৯ জানুয়ারি ২০১৯, ১২:১২

মাদক সেবনের বিরুদ্ধে সোচ্চার শিক্ষককে হত্যা

নিহত ইমরান হোসেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ইমরান হোসেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক ছিলেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড়বকুণ্ড প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রেলওয়ে কলোনিতে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি ফেনী সদরে; তবে দীর্ঘদিন ধরে বাড়বকুণ্ডে ভাড়া বাসায় থাকতেন তিনি। তাঁর বাবা সরোয়ার উদ্দীন রেলওয়েতে কর্মরত আছেন।

পুলিশ জানিয়েছে, রেলেস্টেশন এলাকায় মূলত মাদক কারবারি ও সেবনকারীদের বিভিন্ন সময় বাধা দিতেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে মাদকের কারবারিরা তাকে খুন করতে পারে। এ ঘটনায় নিহতের বাবা সরোয়ার উদ্দীন বাদী হয়ে অজ্ঞাতপরিচয়ের ১০-১২জনকে আসামি করে সীতকুণ্ড থানায় হত্যা মামলা করেন।

বাড়বকুণ্ড  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি বলেন, ইমরান সীতাকুণ্ড কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। রেল স্ঠেশন এলাকায় ওই বাসায় দীর্ঘদিন থাকার সুবাদে এখানকার ভোটারও হয়ে যান। তাঁর যথেষ্ট সুনাম ছিল। মাদকের বিরুদ্ধে তার অবস্থানের কারণেই তিনি খুন হয়ে থাকতে পারেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন ঘটনাস্থলটি পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজনের তথ্যমতে, ইমরান রেল কলোনির মাদককারবারি ও মাদকসেবীদের কাজে বাধা দিতেন।