বোটানিক্যাল গার্ডেনে টেনিস কোর্ট নির্মাণ, শিক্ষার্থীদের প্রতিবাদ

  © সংগৃহীত

বিএম কলেজে বোটানিক্যাল গার্ডেনে লন টেনিস কোর্ট নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ১১টায় বিএম কলেজ ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেনের সামনে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে টেনিস কোর্ট নিমার্ণ বন্ধের এই দাবি জানানো হয়। 

সংগঠনের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক সাগর দাস আকাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সন্তু মিত্র প্রমূখ।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের গবেষণা কেন্দ্র বোটানিক্যাল গার্ডেনে টেনিস কোর্ট নির্মাণ করাটা অযৌক্তিক। এখানে বিরল প্রজাতির গাছ রয়েছে। যেটা দিয়ে শিক্ষার্থীরা নানা জ্ঞান অর্জন করতে পারবে। কিন্তু কলেজ প্রশাসন কিভাবে এখানে টেনিস কোর্ট করার অনুমতি দিল তা আমাদের বোধগম্য নয়। শিক্ষার্থীরা এ সময় এখানে টেনিস কোর্ট নির্মাণ বন্ধ ও বোটানিক্যাল গার্ডেন সংস্কার করার দাবি জানান।


সর্বশেষ সংবাদ