১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪
ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ নেতা আফসার আটক
পাবনার ভাঙ্গুড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী নেতা আফসার আলীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের মন্ডুতোষ গ্রামের নিজ বাস ভবন থেকে তাকে আটক করা হয়।
আফসার আলী উপজেলার মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে মন্ডুতোষ গ্রামের নিজ বাড়ি থেকে ডিবি পুলিশের একটি দল আফসার আলীকে গ্রেপ্তার করে।
পাবনা ডিবি পুলিশের ওসি হাসান বাসির বলেন, ডেভিল হান্ট অভিযানের আওতায় মন্ডুতোষ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফসার আলীকে গ্রেপ্তার করে পাবনা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।