১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬

আয়নাঘরে লোহার চেয়ারে বসিয়ে দেওয়া হতো ইলেকট্রিক শক, প্রকাশ্যে আসল ছবি

আয়নাঘরের ইলেকট্রিক শক চেয়ার  © সংগৃহীত

সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আয়নাঘর নামে পরিচিত যৌথবাহিনীর বন্দিশালা পরিদর্শন করছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের হেডকোয়ার্টারে অবস্থিত আয়নাঘরসহ তিনটি স্থান পরিদর্শন করেন। এসময় তাদেরকে নির্যাতনে ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ারসহ (ইলেকট্রিক শক চেয়ার) নির্যাতনের বিভিন্ন যন্ত্র ও চিহ্ন দেখানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস বলছে, আজ দুপুরে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় তিনটি স্থান পরিদর্শন করেন সরকারপ্রধান। এসময় প্রধান উপদেষ্টাকে একটি নির্যাতনকেন্দ্রে ব্যবহৃত একটি বৈদ্যুতিক চেয়ার দেখানো হয়।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুমের শিকার ব্যক্তিদের এসব স্থানে আটকে রাখা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আয়নাঘরের ইলেকট্রিক শক চেয়ার

জানা যায়, প্রধান উপদেষ্টাকে আগারগাঁওয়ের একটি নির্যাতনকেন্দ্রে ব্যবহৃত একটি ইলেকট্রিক শক চেয়ার দেখানো হয়। এরপর এই পরিদর্শনের একটি ছবি স্যোশাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

প্রেস সচিব শফিকুল আলম এই ইলেকট্রিক শক চেয়ারের কয়েকটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শেয়ার দিয়ে লেখেন, ‘‘শেখ হাসিনার নিরাপত্তা বাহিনী কর্তৃক গোপন কারাগার তথা টর্চার সেলে জোরপূর্বক গুমের শিকারদের নির্যাতনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক শক চেয়ার।’’