বিনামূল্যের বই পেতেও লাগছে ৫০০ টাকা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ে সরকারি বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক অভিযোগে জানায়, ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সরকারি বই তুলে দেওয়ার কথা থাকলেও নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ে ৫০০ টাকা ছাড়া কোনো বই দেওয়া হবে না।
কয়েকজন অভিভাবক বলেন, আমরা গরিব মানুষ এত টাকা দিতে না পারায় আমাদের বই দেওয়া হয়নি। এ ব্যাপারে নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ঝন্টু শিক্ষার্থী ও অভিভাবকদের এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।
এ ব্যাপারে কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাইফুল ইসলাম বলেন, ১ জানুয়ারি থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য উপজেলার সব বিদ্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।