০৩ জানুয়ারি ২০১৯, ১৪:৪৮

নিখোঁজ সেই তিন শিক্ষার্থী কারাগারে

নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনদের সংবাদ সম্মেলন

রাজধানীর ফার্মগেট এলাকায় বাস থেকে নামিয়ে তিন শিক্ষার্থীসহ চারজনকে সাদা পোশাকধারী পুলিশ ধরে নিয়ে যায়। পরে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম মো. বাকী বিল্লাহ এ আদেশ দেন। এরআগে গত মঙ্গলবার ক্রাইম রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাদের অভিভাবকেরা। এই ঘটনা নিয়ে সেই দিনই বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। 

সংবাদ সম্মেলনে ওই চারজনের অভিভাবক জানান, গত ২৯ ডিসেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটে শপিং শেষে বাড়ি ফেরার পথে ফার্মগেটে বাস থামিয়ে ওই চারজনকে আটক করে সাদা পোশাকধারী পুলিশ। ওই চারজনের সঙ্গে বাসে থাকা তাঁদের অন্য এক বন্ধু বিষয়টি অভিভাবকদের জানান। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনপ কুমার ভক্ত জানান, আজ (বুধবার) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান ওই চারজনকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। নিখোঁজ ছাত্রদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ করা হয়েছে।

আটককৃতরা হলেন- এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু খালেদ মোহাম্মদ জাবেদ (২৫), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র বোরহান উদ্দীন (২৬), মানারাত ইউনিভার্সিটির ফার্মেসির শেষ বর্ষের ছাত্র রেজাউল খালেক (২৪) ও ঢাকা ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের সাবেক ছাত্র সৈয়দ মমিনুল হাসান (২৭)।