কামরুলের ১৫ ব্যাংক হিসাবে সাড়ে ৩ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম  © সংগৃহীত

ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। এসব ব্যাংক হিসাবে মোট ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা জমা রয়েছে। এ বিষয়ে আদালত আগামী ১১ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (০৫ ফেব্রুয়ারি) এই আদেশ দেয়া হয়। আবেদনে বলা হয়, কামরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে এবং তার ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত টাকার সাথে সম্পর্কিত সুষ্ঠু তদন্তের জন্য এগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

এছাড়া, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগে কামরুল ইসলামকে গ্রেপ্তার করার আবেদনও করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, তিনি ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ১৫টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে ২১ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকার লেনদেন করেছেন। এসব অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে গোপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেয়া হয়। তিনি বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন।


সর্বশেষ সংবাদ