পাহাড়ে দুই একর জায়গায় গাঁজা চাষ, পুড়িয়ে দিল সেনাবাহিনী
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা এলাকায় দুই একর পাহাড়ি জমিতে চাষ করা হচ্ছিল গাঁজা। খবর পেয়ে সেনা সদস্যরা আগুনে পুড়িয়ে ধ্বংস করে সেগুলো।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
অভিযোগ পাওয়া গেছে, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে গহীন অরণ্যে এসব গাঁজার চাষ করা হচ্ছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস জানান, বাগানটিতে প্রায় অর্ধ কোটি টাকার গাঁজা ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।