১৭ জানুয়ারি ২০২৫, ১১:১২

নরসিংদীতে অস্ত্রসহ মা ও মেয়ে আটক

নরসিংদীতে অস্ত্রসহ মা ও মেয়ে আটক
নরসিংদী জেলা

নরসিংদীর বেলাবোতে দুটি রিভলবার সহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাতটায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থান হতে তাদের গ্রেফতারকরা হয়। এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-১.হালিমা আক্তার(২৫) পিতা হাফিজুল ইসলাম ও তার মা ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) স্বামী হাফিজুল ইসলাম। তারা উভয়ই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা। গ্রেফতার কৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার সূত্রে জানাযায়, বৃহপতিবার সকালে গ্রেফতারকৃত মা মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহ জনক ঘুরাফেরা করার সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের আটক করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে আসলে জিজ্ঞাসা বাদে তারা জানান সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপিপাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো পৌছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।