বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি হৃদয় ঘরামী বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখসহ মোট ১২৪ জনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন মোস্তাক মুন্সী, উজ্জ্বল সরকার, হানিফ, সাব্বির ও আব্দুর রহমান।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির ঢাকাগামী গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা।