ছাত্রদল নেতাকে প্রকাশ্যে কোপালেন ছাত্রলীগের কর্মীরা
সাব্বির হোসেন (২৫) নামে এক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরোনো ভবনের সামনে এ ঘটনা ঘটে।
রবিবার (২৯ ডিসেম্বর) সাব্বির হোসেন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান।
আহত সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য।
আহত সাব্বির হোসেন বলেন, ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন আহম্মেদ শিপ্লবসহ আমরা কয়েকজন মিলে আলোচনা করছিলাম। এসময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা আরেফিন আহম্মেদ শিপ্লবের ওপর অতর্কিত হামলা করে।
তিনি আরও বলেন, এ সময় শিপ্লব ভাইকে কোনোমতে রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া শরীরের বিভিন্ন ক্ষতস্থানে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
সাব্বির হোসেন আরও বলেন, হামলাকারীরা সবাই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী ও দুর্ধর্ষ ক্যাডার। তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এ ঘটনার রাতেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।