২৪ ডিসেম্বর ২০২৪, ০০:১১

ফেনীতে ছাত্র-জনতা হত্যা মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

  © টিডিসি ফটো

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. মাইন উদ্দিনকে (৫১) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২২ ডিসেম্বর) তাকে শহরের সদর থানার বিবিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-৭। গ্রেপ্তারকৃত মাইন উদ্দিন ফেনী সদর উপজেলার হকদি এলাকার আলী আহম্মদের ছেলে। 

র‌্যাব-৭ জানায়, ৪ আগস্ট ফেনীর মহিপাল উড়াল সেতুর নিচে বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচিতে সমবেত ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন সিএনজিচালক আবদুর রব। 

এ সময় ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্যের নির্দেশে কিছু নাশকতাকারী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় আবদুর রব প্রাণ ভয়ে দৌড়ে মহিপাল পাসপোর্ট অফিসের দিকে চলে যান। 

এক পর্যায়ে আবদুর রবকে উদ্দেশ্য করে এলোপাতাড়িভাবে গুলি করা হলে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আসামিরা তাঁকে লাঠিসোঁটা, লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় আবদুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৪২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাত পরিচয়ে ৬০-৭০ জনকে আসামি করে একটি মামলা করেন। 

র‌্যাব আরও জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাইন উদ্দিনকে ফেনী সদর থানাধীন বিবিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা নিতে মাইন উদ্দিনকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।