২২ ডিসেম্বর ২০২৪, ২১:৩২

টাঙ্গাইলে পিকআপসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

গ্রেফতারকৃত ডাকাত দলের ৬ সদস্য।   © সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান। 

সহকারি পুলিশ সুপার (এএসপি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চাপাতি, হাতুড়ি, লাঠি ও ছুরি উদ্ধার করা হয়।    

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া  গ্রামের গহের আলীর ছেলে শামীম শেখ,  টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বেলতৈল গ্রামের আমছের আলীর ছেলে আব্দুল লতিফ, একই উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের একাব্বর মিয়ার ছেলে রাসেল মিয়া। 

এছাড়াও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাব সারা ইউনিয়নের উত্তর চরবাহারী এলাকার রহিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি,  নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের সোরহাব আলীর ছেলে খাদেম আলী, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে আব্দুল্লাহ হিল কাফি।