৯ কোটি টাকার মাদকসহ যুবক আটক

৯ কোটি টাকার মাদকসহ যুবক আটক
৯ কোটি টাকার মাদকসহ যুবক আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত এলাকা থেকে ৯ কোটি টাকারও বেশি মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও হেরোইনসহ হরসিত রায় (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব মাদকসহ যুবককে আটক করা হয়। আটক যুবক জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকার ধর্মনারায়নের ছেলে।

বিজিবি জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদকের একটি চালান তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে যাত্রীবাহী বাসের মাধ্যমে পঞ্চগড়ে যাবে। তথ্য অনুযায়ী শালবাহান মাঝিপাড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩৪/এমপি হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত চেকপোস্টে ১৮ ব্যাটালিয়নের বিজিবির উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌঁছালে বিজিবির টহলদল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। অভিযানে বাসের ভেতর ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৯০৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি হরসিত রায়কে আটক করা হয়, যার মোট সিজার মূল্য ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা।

প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদক নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ ও হেরোইন অধিক শনাক্তকরণের জন্য ল্যাবে প্রেরণ ও আটক মাদক কারবারিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর বলেন, বিজিবি বিপুল মূল্যের মাদকসহ একজনকে আটক করেছে। তাকে থানায় আনার প্রস্তুতি হচ্ছে বলে জানতে পেরেছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence