বুয়েট শিক্ষার্থী নিহত: প্রাইভেটকারের ভেতর বিয়ার-মদের বোতল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র মোহতাসিম মাসুদ (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন বুয়েটের আরও দুই শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, ঘটনার পর প্রাইভেটকারটি তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে।
বৃহস্পতিবার গভীর রাতের এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মুবিন আল মামুন, তার দুই বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তারের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে।
পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার মুবিন আল মামুন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে এবং তিনিই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। প্রাইভেট কারটির রেজিস্ট্রেশনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় আজ শুক্রবার সকালে রূপগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন বুয়েট শিক্ষার্থীরা। এসময় তারা জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করেন।