সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফের ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের বিক্ষোভ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার অভিযোগ এনে ফের বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করেছেন তারা।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শিহান তার ফেসবুকে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে লেখালেখি করতেন বলেই সেই দেশের গোয়েন্দা সংস্থা তাকে হত্যার পরিকল্পনা করে।
দ্রুত তার হত্যার রহস্য উন্মোচন ও বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তারা বলেন, শিহান ভারতীয় আধিপত্যবাদ নিয়ে লেখালেখি করতেন। তিনি খুন হওয়ার পর রহস্য উন্মোচন নিয়েও কালক্ষেপণ হচ্ছে। আপাতত আমরা কর্মসূচি স্থগিত রাখবো, কিন্তু দ্রুত এ মামলার অগ্রগতি না হলে ফের আন্দোলনে নামবো।
জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে তাজবির হোসেন শিহানকে (২৬) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। চাকরি করতেন উত্তরার একটি কল সেন্টারে।
এর আগে রবিবার (১৫ ডিসেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।