১৬ ডিসেম্বর ২০২৪, ১২:২২

পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক জিএস মোতায়েম গ্রেফতার

মোতায়েম হোসেন স্বপন  © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় কিশোরগঞ্জে আওয়ামী লীগের নেতা ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মোতায়েম হোসেন স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) রাতে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিতে যাওয়ার সময় পাকুন্দিয়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোতায়েম হোসেন স্বপন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক। তিনি পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস)। 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পাকুন্দিয়ায় ছাত্র-জনতা কর্তৃক মিছিল বের করলে স্বপনের যোগসাজশ শহরের আলুস্টোর এলাকাসহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগ কর্তৃক অতর্কিত হামলা চালানো হয়। 

আরো পড়ুন: স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ মির্জা ফখরুল

স্বপনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের করা  মামলার আসামি মোতায়েম হোসেন স্বপন। তাকে সেই মামলার আসামি হিসেবেই গ্রেপ্তার করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ায় কি গ্রেফতার করা হয়েছে, আওয়ামী লীগ এ নেতাকে? এমন প্রশ্নের জবাবে, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, পাকুন্দিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় স্বপনসহ অনেকে তালিকাভুক্ত আসামি। তার গ্রেফতার মামলার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এটা ভিন্ন খাতে প্রবাহিত করার সুযোগ নেই।