ভাঙ্গা থানার পাশে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
ফরিদপুরের ভাঙ্গা থানার পাশে এক কলেজছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে আজিমনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলেন- মো. জুয়েল রানা (৩১) মতিউর রহমান (৩০)। তারা ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ভুক্তভোগী কলেজছাত্রী ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যায়। সেখানে তার পূর্ব পরিচিত শিলা নামের এক মহিলা ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশে গ্রীন হাসপাতালের ওপরে তিনতলায় শিল্পী আফরোজীর ফ্লাটে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা দুই যুবক রাতভর কলেজছাত্রীকে জোরপূর্বক গণধর্ষণ করে। পরদিন বিষয়টি তার পরিবারকে জানায়। ঘটনার দুইদিন পর বড় দুই বোনের সহায়তায় ৭ ডিসেম্বর রাতে ভাঙ্গা থানায় একটি গণধর্ষণ মামলা করেন। পরদিন ওই ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, থানার পাশে একটি ফ্লাটে ১৭ বছর বয়সের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়েল ও মতিউরকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনই ঘটনার সঙ্গে জড়িতের কথা স্বীকার করেছেন। অন্য আসামিদেরও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।