১৩ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে  © সংগৃহীত

ঝিনাইদহের হরিনাকুন্ডে বিএনপির কর্মী সভায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার জোড়াদাহ ইউনিয়নের লালন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে লালন বাজারে কর্মীসভার আয়োজন করে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবু। নেতাকর্মীদের সঙ্গে তাদের আলোচনার এক পর্যায়ে জোড়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুর রহমানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে ইব্রাহীম ও সাজেদুরের সমর্থকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।

এ বিষয়ে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, একপক্ষের কর্মীসভায় আরেকপক্ষের লোকজন হামলা চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হরিনাকুন্ডু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, আহতদের মধ্যে একজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবু বলেন, ‘পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে আমার কর্মীসভায় হামলা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, ‘অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’