সিগারেট এনে না দেওয়ায় ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৯ AM , আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১০:১৮ AM
বগুড়ার শাজাহানপুরে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সিগারেট এনে না দেওয়ায় রাকিবুল হাসান হৃদয় (২০) নামে এক ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার সকালে উপজেলার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।নিহত রাকিবুল হাসান হৃদয় বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে। তিনি বগুড়া সরকারি শাহসুলতান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও একই কলেজের ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে প্রি-টেস্ট পরীক্ষা শেষে কলেজ থেকে বের হন রাকিবুল হাসান হৃদয়। এ সময় কলেজের প্রধান ফটকের বিপরীতে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশে শাজাহানপুরের কৈগাড়ি পূর্বপাড়ার ফারুক মোরশেদের ছেলে বগুড়া শহর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মারুফ মোরশেদ প্রলয় সহযোগিদের নিয়ে আড্ডা দিচ্ছিল।
হৃদয় ওইদিক দিয়ে বাড়িতে ফেরার সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা প্রলয় তাকে ডেকে সিগারেট আনতে বলে। হৃদয় সিগারেট আনতে অপারগতা প্রকাশ করলে প্রলয় ক্ষুব্ধ হয়ে তাকে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে প্রলয় তার কাছে থাকা চাকু দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে পালিয়ে যায়। পথচারীরা রক্তাক্ত হৃদয়কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার জন্য রওনা দেয়া হয়। সন্ধ্যার দিকে টাঙ্গাইল পার হওয়ার পর হৃদয় মারা যান। এরপর তার লাশ রাতে বাড়িতে নিয়ে আসা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রলয় শহর স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদের জন্য প্রলয়ের সহযোগী তালহাকে আটক করেছে।
এদিকে বগুড়া শহর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী জানান, প্রলয় নেতা পরিচয় দিলেও সে আসলে কর্মী। সে কলেজছাত্র হত্যার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।