হাজারীবাগে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ১০

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় যৌথ বাহিনী মাদকবিরোধী অভিযান চালিয়ে। অভিযান চলাকালীন অবৈধ মদ, গাঁজা, ইয়াবা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ১০ জনকে আটক করা হয়।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাত থেকে রবিবার (১ ডিসেম্বর) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা গেছে, অভিযান চলাকালীন অবৈধ মদ, গাঁজা, ইয়াবা ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া মদ তৈরির প্রস্তুতি চলাকালীন চারটি স্পট খুঁজে বের করে তা ধ্বংস করা হয়। এ অভিযানে ১০ জনকে  আটক করা হয়৷ এলাকাটির পেছনে অলিগলি থাকায় অনেক ব্যবসায়ী  যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায়। 

যৌথ বাহিনীর অভিযানে থাকা একাধিক কর্মকর্তা জানান, মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ