কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি, গ্রেপ্তার ৩
রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে সুমন মিয়াসহ (২৪) প্রকৃত পরীক্ষার্থী ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন- প্রক্সি পরীক্ষার্থী সুমন মিয়া (২৪), মূল পরীক্ষার্থী মো. রাকিব (১৯) ও তাদের সহযোগী তৌফিকুর রহমান (৩৫)।
রাপড়াপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মূল পরীক্ষার্থী মো. রাকিবের অ্যাডমিট কার্ড ছবি ও ফিটনেস প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন সুমন।
পরে কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষক উক্ত ভুয়া পরীক্ষার্থীকে চিহ্নিত করেন। এরপর ডিবি পুলিশ মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী মো. তৌফিকুর রহমানকে রাজশাহী জেলা পুলিশ লাইনের ১ নম্বর গেট থেকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, বুধবার রাতে রাজপাড়া থানায় একটি মামলা করে করেছে জেলা পুলিশ। সেই মালায় আসামিদের আদালতের প্রেরণ করা হয়েছে।