১৯ নভেম্বর ২০২৪, ১২:০৪

রাজধানীতে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আটক ছয়

  © সংগৃহীত

রাজধানীর শাহজানাপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইসমাইল হোসেন রাহাত (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরেই স্থানীয়দের সহযোগিতায় ছয়জনকে আটক করা হয় বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম। 

নিহত কিশোর রাহাত ফরিদপুরের টেক্সটাইল পলিটেকনিকের প্রথম বর্ষের ছাত্র। এছাড়া সে রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ছিল।

আটক কিশোররা হলো- মাহমুদ সিয়াম ওরফে প্রান্ত (১৮), অরবিট হোসেন বিশাল (১৮), মাইমুন হাসান আবির(১৮), মেজবাহুন নবী তন্ময় (১৭), হাসান (১৭) এবং হোসেন (১৭)।

আরও পড়ুন: সিগারেট বাকিতে না দেওয়ায় হত্যা, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন,  সোমবার শান্তিবাগ-৪০ ভবনের সামনে আগের বিরোধের জেরে ইসমাইলকে ধরে নিয়ে আসে তারই সহপাঠীরা। এসময় ঝগড়ার এক পর্যায়ে ইসমাইলকে বিদেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ১৪/১৫ জন শিক্ষার্থী। আহত রাহাতকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তিনি বলেন, তাদের মধ্যে গ্যাং কালচারের একটা প্রচলন ছিল ধারণা করা যাচ্ছে। সিনিয়র-জুনিয়রসহ তাদের মধ্যে এক প্রকার দ্বন্দ্ব ছিল। তার জেরেই এই ঘটনা তারা ঘটিয়েছে। এই অস্ত্রগুলোর কীভাবে তাদের কাছে আসলো এবং অন্যান্য কোন অপরাধের সাথে তারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে থাকা কিশোরদেরও অতিদ্রুত আটকের জন্য কাজ করছে পুলিশ।