১৫ নভেম্বর ২০২৪, ০৮:১৬

রাজধানীতে বাড়ির মালিককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা

ধানমন্ডির একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন  © প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে  ১৫নম্বর রোডে পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাড়াটিয়া সাইদুর রহমান বাধন গণমাধ্যমকে বলেন, আব্দুল রশিদ ওই বাসার মালিক। তিনি ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে। পরে রুমে গিয়ে দেখেন, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার স্ত্রী মাথায় পানি ঢালছে। তাকে ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। 

আরো পড়ুন: ছাত্রলীগের নির্যাতন— ১৭ আগস্ট আসলে আজও ট্রমাটাইজড হয়ে পড়েন বাপ্পী

বাধন জানান, স্বামী-স্ত্রী দু’জন চিকিৎসক। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে এসে ডিসেম্বর চলে যান। ধারণা করা হচ্ছে, ডাকাতি করতে এসেছিল দুর্বৃত্তরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে ও মুখে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।