নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেপ্তার
নাটোরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী। শনিবার (৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক হওয়াদের রবিবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নুর হোসেন দিবস পালনের নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি বলেন, একটি চক্র সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলিপ দাস বলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেই পুলিশ তাদের গ্রেপ্তার করছে, এটা অন্যায়। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ থাকলে তা ভিন্ন কথা ছিল। কিন্তু কোনো মামলা বা অভিযোগ না থাকলেও শুধু আওয়ামী লীগ করে জন্যই সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক হওয়াদের মধ্যে রয়েছেন- বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল বারেক সরদার, নলডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সাহেব আলী, সদর উপজেলার বড় হরিশপুর ইউপির সাবেক চেয়ারম্যান ওসমান গনী ভূঁইয়া, সিংড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা, লালপুর উপজেলার মাঝগ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে মুসা আলী, জামরুল ইসলাম, নাওদাড়া গ্রামের মৃত রহমানের ছেলে আমিরুল, রামকৃষ্ণপুরের মিরাজ মালিথার ছেলে রিপন আলী।