৩০ অক্টোবর ২০২৪, ০১:০৭

সাবেক এমপি আব্দুস শহীদ উত্তরা থেকে গ্রেপ্তার

মো. আব্দুস শহীদ  © সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন আব্দুস শহীদ। তিনি এই আসন থেকে টানা ৭ বার এমপি নির্বাচিত হয়েছেন।

গত ৫ আগস্ট ছাত্র–জনতা অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওইদিনই ভারত চলে যান।

এর পর আওয়ামী লীগের মন্ত্রী–এমপিসহ দলীয় নেতা–কর্মীদের গ্রেপ্তার করা শুরু হয়। এ পর্যন্ত আওয়ামী লীগের নেতা–কর্মী ছাড়াও গ্রেপ্তার হয়েছেন দলটির সরকারের সময় পুলিশসহ নানা দায়িত্বশীল জায়গায় থাকা অনেকে।