নিয়োগ জালিয়াতির অভিযোগে ৭ শিক্ষকের এমপিও বাতিল
নিয়োগ প্রক্রিয়ায় অসদুপায় অবলম্বনের অপরাধে সাত শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে। জাল সনদের মাধ্যমে অবৈধ নিয়োগ লাভের অভিযোগে তাদের এমপিও বাতিল কার করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এমপিও বাতিল হওয়া শিক্ষকরা হলেন, নাটোর লালপুরের বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, বাংলার সহকারী শিক্ষক রোকেয়া বেগম, কম্পিউটার বিষয়ের প্রদর্শক ফিরোজা খাতুন, নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল কলেজের কম্পিউটার ডেমোনেস্ট্রেটর মো. জহিরুল হক ভুঞা, রাজশাহীর বাগমারা উপজেলার পীরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. মোজাফ্ফর হোসেন, রংপুর পীরগঞ্জ উপজেলার মাদারহাট টেকনিক্যাল এন্ড বিজনেস কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. শরিফুল ইসলাম এবং ময়মনসিংহ মুক্তাগাছার হাজী কাশেম আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের কম্পিউটার অপারেশন বিষয়ের প্রভাষক ফৌজিয়া ইয়াসমীন।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে এসব শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে নিয়োগ, বিধি বহির্ভূত ও অবৈধ নিয়োগ লাভের অভিযোগ এসেছে। অভিযোগগুলো তদন্ত করে এসব শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে।