ফেসবুক লাইভে ছাত্রীকে নির্যাতন, কারাগারে ৬
ফেসবুক লাইভ করে স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে বরিশাল নগরে ছয় তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমানের নির্দেশে পুলিশের সাইবার ক্রাইম টিম বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- তানভির হোসেন আরিফ, ইমরান হোসেন তুষার, তাজবির রায়হান, তাজিবুল হাসান সায়েম, ফয়সাল হোসেন ও সিয়াম হোসেন।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, প্রেমের সম্পর্কের জেরে গত ১৮ নভেম্বর ওই ছাত্রীকে তানভিরসহ অন্যরা নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াত (দপদপিয়া) সেতুর ঢালে ডেকে নেয়। সেখানে ফেসবুক লাইভ করে স্কুলছাত্রীকে সবাই মিলে মারধর করে। ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমানের নজরে আসে। তার নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও মিডিয়া শাখার সদস্য ওবায়দুল হক জানান, স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওবায়দুল হক আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুই জনকেও গ্রেফতারে পুলিশের সাইবার ক্রাইম টিম কাজ করছে।