১০ অক্টোবর ২০২৪, ১৫:২৬

হাসিনাসহ ৪৭ জনকে আসামি করে মামলা মাহমুদুর রহমানের

হাসিনাসহ ৪৭ জনকে আসামি করে মামলা মাহমুদুর রহমানের

কুষ্টিয়া মডেল থানায় শেখ হাসিনা, হাসানুল হক ইনুসহ ৪৭ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এর আগে ২০১৯ সালে মানহানি মামলায় কুষ্টিয়া আদালতে জামিন নিতে আসলে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এ বিষয়ে মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ৪৭ এর নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জন আসামি করা হয়েছে। পরিস্থিতি নিরাপত্তা দ্বারা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সকাল ১১ টায় ইসলানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মামলার বিষয়ে জানান তিনি।

সভায় মাহমুদুর রহমান বলেন, আন্দোলনের মাধ্যমে আমাদের কাঁধে চেপে বসা জালেমশাহীর পতন ঘটেছে। ১৬ বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট ও ইসলামবিরোধী সরকার ছিলো সেটি সরাসরি দিল্লি থেকে পরিচালিত হয়েছে। দুটো লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিলো। প্রথম লক্ষ্য ছিলো ফ্যাসিবাদ সরকারের পতন ঘটানো। দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদকে নির্মূল করা। আমাদের ১ম লক্ষ্য অর্জিত হয়েছে। কিন্তু দ্বিতীয়টা আমরা এখনও অর্জন করতে পারিনি। আমাদের সুযোগ এসেছে, ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে উৎখাত করতে হবে। 

ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়তে গিয়ে আবরার শহীদ হয়েছে। আমাদের এ লড়াইকে অব্যাহত রাখতে হবে৷