ফেসবুকে সহকর্মীদের উস্কানির অভিযোগে দুই পুলিশ সদস্য রিমান্ডে

ফেসবুকে সহকর্মীদের উস্কানির অভিযোগে দুই পুলিশ সদস্য রিমান্ডে
ফেসবুকে সহকর্মীদের উস্কানির অভিযোগে দুই পুলিশ সদস্য রিমান্ডে  © সংগৃহীত

সামাজিক মাধ্যমে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। তারা হলেন, নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমান।

রাজধানীর শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে হাকিম মো. মোশাররফ হোসেন তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন।

পুলিশ সদরদপ্তর ও ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পারস্পরিক যোগসাজসে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা-ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে আসছিল তারা। এছাড়া জনসাধারণের প্রতি সেবাদানকে বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে হওয়া মামলার আসামি, নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৬ আগস্ট থেকে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন কনস্টেবল শোয়াইবুর। আন্দোলনের সামনের সারিতে ছিলেন নায়েক সজিবও।

মামলায় ফেইসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ছড়ানোর জন্য উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।


সর্বশেষ সংবাদ