১৬ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩১
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।
রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় সংশ্লিষ্ট থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। নুরুল ইসলাম সুজন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষে ছিলেন বলে জানিয়েছে রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অসুস্থ হওয়ায় হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষেই পুলিশি হেফাজতে রয়েছেন।