ফোন বহন ও নকল করার অভিযোগে ৫ জেডিসি পরীক্ষার্থী বহিষ্কার

সিরাজগঞ্জ জেলা
সিরাজগঞ্জ জেলা  © ম্যাপ

সেলফোন ও নকল রাখার অভিযোগে পাঁচ জেডিসি পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জেডিসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ আদেশ দেন।

শুক্রবার জেডিসি পরীক্ষায় আরবি দ্বিতীয় বিষয়ের পরীক্ষা ছিল।

কামারখন্দ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, হলে সেলফোন রাখার অভিযোগে বালুকোল ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মো. রবিউল আওয়ালকে দুই বছরের জন্য এবং নকল রাখার অভিযোগে মুকবেলায় দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মো. শাহাব উদ্দীন, আব্দুর রহমান, মাহবুবুল আলম ও বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী কামরুল হাসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদ বলেন, পরিদর্শন কালে সেলফোন ও নকল রাখার অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ