১০ নভেম্বর ২০১৮, ১৭:৪৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যবিপ্রবির ৩ ছাত্রকে ২ বছর বহিষ্কার

  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তিন ছাত্রকে সকল একাডেমিক কার্যক্রম থেকে দুই বছর বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ওই তিনজন ছাত্র  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৫১তম সভায় এই তিন ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

বহিষ্কৃত ছাত্ররা হলো- পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী গোলাম রাব্বানী, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অন্তর দে শুভ (রোল: ১৭১২১৬) এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসমে আজম শুভকে (রোল: ১৬০৪২০)। 

গত ১৩ অক্টোবর তারিখে পিইএসএস বিভাগের ১ম বর্ষের ২য় সেমিস্টারের পরীক্ষাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর, গত ২৩ অক্টোবর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এ অর্পিত ক্ষমতাবলে যবিপ্রবির উপাচার্য দুজন ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেন।

রিজেন্ট বোর্ডে পরবর্তী সিদ্ধান্তের জন্য পেশ করা হলে ওই দুজনসহ প্রত্যক্ষ সহযোগিতা ও মদদ দেওয়ায় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী গোলাম রাব্বানীকেও দুই বছর বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট যেন করতে না পারে এ জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থান করতে পারবে না।

এছাড়া পিইএসএস বিভাগের শিক্ষার্থী আসিফ আল মাহমুদ যেন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ড আর জড়িত না হয়, এ জন্য তার পরিবারকে চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নেয় রিজেন্ট বোর্ড।