০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩২

সাভারে যৌথ অভিযানে আটক ১৪: শিল্পাঞ্চলে অস্থিরতা

সাভারে যৌথ অভিযানে আটক ১৪: শিল্পাঞ্চলে অস্থিরতা
আটকের প্রতীকী ছবি  © সংগৃহীত

ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা তৈরির সঙ্গে যুক্ত সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ সাংবাদিকদের বলেন, ‘শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। আটককৃতদের মধে মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। এ ছাড়াও বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে।’

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে আটকৃতদের নাম পরিচয় জানানো হয়নি।