০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১১

সাবেক সংসদ সদস্য বদির ‘ব্যক্তিগত ক্যাশিয়ার’ বিমানবন্দরে গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য বদির ‘ব্যক্তিগত ক্যাশিয়ার’ বিমানবন্দরে গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য বদির ‘ব্যক্তিগত ক্যাশিয়ার’ বিমানবন্দরে গ্রেপ্তার  © সংগ্রহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বিমান থেকে সালাহউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। তিনি কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ‘ব্যক্তিগত ক্যাশিয়ার’। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১৫–এর যৌথ অভিযানে তাঁকে আটক করার পর থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ সালাহউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

র‍্যাব সূত্রে জানা যায়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে সিলেট বিমানবন্দর হয়ে হজে যাওয়ার জন্য ইহরামের কাপড় পরেন সালাহউদ্দিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে জেদ্দাগামী বিমান থেকে তাঁকে আটক করে নিয়ে যায়। আজ সকালে গণমাধ্যমে পাঠানো র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় থাকা শীর্ষ মাদক পাচারকারী আবদুর রহমান বদির মাদক ব্যবসার হিসাব পরিচালনা করতেন সালাউদ্দিন। তিনি নিজেও ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।

র‍্যাব ১৫-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বলেন, শীর্ষ ইয়াবা পাচারকারী বদির মাদক ব্যবসার টাকাপয়সার হিসাব রাখতেন সালাউদ্দিন। তিনি বদির ক্যাশিয়ার ছিলেন বলে জানা গেছে। দেশ থেকে পালানোর সময় সিলেট বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে।

আরও পড়ুন: হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলা অভিযুক্ত পুলিশ সুপার বিমানবন্দর থেকে আটক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।