ভোলায় দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু আটক
ভোলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু আটক। আজ সোমবার (২ সেপ্টেরম্বর) ভোরে তাদেরকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বঙ্গের চর থেকে আটক করে কোস্টগার্ড দক্ষিণ জোন। কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং এ তথ্য জানান মিডিয়া সেল কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন -উর-রশীদ।
তিনি জানান , ভোলা জেলার সদর উপজেলার বঙ্গের চর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্ট গার্ড অবগত হয়। ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ২ই সেপ্টেম্বর রাত ১টা হইতে সকাল ৮টা পযর্ন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইজ ভোলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে। ভোলার মেঘনা নদীর বঙের চর এলাকায় বাহাদুর বাহিনী নামক সক্রিয় একটি ডাকাত দলের আস্তানায় ঘন্টাব্যাপী চিরনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর বাহাদুর (৪২) ও তার সহযোগী ইকবাল হোসেনকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ ১ লক্ষ ১৫ হাজার ৭৫ টাকাসহ আটক করা হয়৷
আটককৃত দুই জলদস্যু হলেন সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের চর মনিষা গ্রামের আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৬) ও ধনিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে আলী আজগর ওরফে বাহাদুর (৪২)। পরে আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ ভোলা সদর মডেল থাকায় সোপর্দ করা হয়৷