বসুন্ধরা এলাকায় ১১ ডাকাত আটক
রাজধানীর বসুন্ধরা এলাকায় ১১ ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকার একটি বাসায় ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে বসুন্ধরার আবাসিক এলাকার এফ ব্লকের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে ১১ ডাকাত। এসম শিক্ষার্থী ও স্থানীয়রা ডাকাতদের একটি বাড়িতে আবদ্ধ করে রাখে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, অন্তত ১৫ জনের একটি ডাকাত দল ডিজিএফআই পরিচয়ে ওই বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়িটির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে যায় ঘটনাস্থলে। এরপর ডাকাতদলের ৯ জনকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখে স্থানীয়রা। এরপর সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ডাকাতদলকে পুলিশের কাছে সোপর্দ করে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সেনাবাহিনী আমাদের কাছে ১১ ডাকাতকে হস্তান্তর করেছে। তারা ডাকাতির চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।