২৯ আগস্ট ২০২৪, ১১:৪০

পিকনিকে গিয়ে নিখোঁজ আইডিয়াল কলেজের ছাত্র সোয়াইব

বড়াল নদীতে নিখোঁজ হয়েছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র সোয়াইব সেখ  © সংগৃহীত

শাহজাদপুর উপজেলায় পিকনিকে গিয়ে বড়াল নদীতে নিখোঁজ হয়েছেন রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র সোয়াইব সেখ (২১)। বুধবার (২৮ আগস্ট) বন্ধুদের নিয়ে নৌকায় উপজেলার রাউতারা স্লইস গেটের পাশে পিকনিকে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোয়াইব সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘোষগাঁতীর আব্দুস সালামের ছেলে। 

জানা গেছে, বুধবার বিকেলে বন্ধুদের নিয়ে বড়াল নদীতে গোসলে নামেন সোয়াইব। এ সময় রাফি, মওদুদ, মাসুম ও সোয়াইব  স্রোতে ডুবে যান। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে পারলেও সোয়াইবকে পাওয়া যায়নি। 

রাফি ও মওদুদের ভাষ্য, তারা একসঙ্গে গোসল করতে নেমেছিলেন। জায়গাটি এত গভীর, বুঝতে পারেননি। প্রচণ্ড স্রোতে সবাই ডুবে গিয়েছিলেন। স্থানীয় জেলেদের সহযোগিতায় তারা কূলে উঠলেও হারিয়ে যান সোয়াইব।

আরো পড়ুন: বন্যার্তদের ত্রাণ নিয়ে যাওয়ার সময় হামলা, রাবি শিক্ষার্থীসহ আহত ৪

রাজশাহী থেকে আসা ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও সোয়াইবকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সোয়াইব দূরে চলে যেতে পারে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।