২৯ আগস্ট ২০২৪, ০৯:৫৮

খোঁজ মিলছে না পুলিশের এসির, সন্ধান চেয়ে স্ত্রীর চিঠি

ডিবি পুলিশের সহকারী কমিশনার ইফতেখার মাহমুদ  © সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতেখার মাহমুদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন তিনি। তার সন্ধান চেয়ে স্ত্রী সাবা তাহসিন ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছেন।

জানা গেছে, গত ২২ আগস্ট চালকসহ গাড়ি নিয়ে বাসা থেকে বের হন ইফতেখার মাহমুদ। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এরপর গত ২৪ আগস্ট ডিএমপি কমিশনার বরাবর তার স্ত্রী চিঠি দেন।

চিঠিতে তিনি লিখেছেন, একটি ফোনকল আসার পর গত ২২ আগস্ট ইফতেখার গাড়ির চালকসহ বাসা থেকে বেরিয়ে যান। এরপর চালক তেজগাঁও পুরোনো বিমানবন্দর এলাকায় নামিয়ে দেন। পরে তার ব্যক্তিগত মোবাইল ফোনে অফিসিয়াল নম্বরসহ কোথাও তাকে পাওয়া যায়নি। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন তিনি।

আরো পড়ুন: জবি ক্যাম্পাসে তোপের মুখে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, ক্লাস-পরীক্ষায় নিষেধাজ্ঞা

চিঠি পেয়েছেন জানিয়ে এ বিষয়ে ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন, তারা ইফতেখারের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেছেন। যতটুকু জানতে পেরেছেন, তিনি ভালো ওনিরাপদ স্থানেই আছেন। দুই একদিনের মধ্যে তাকে ফিরে পাওয়া যাবে বলে আশা তার।