১৭ আগস্ট ২০২৪, ২৩:২৮

বাসা থেকে ৩ কোটি টাকা পাওয়া সেই সাবেক সচিব গ্রেপ্তার

  © সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শনিবার রাতে পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, শাহ কামাল ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহাখালীতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখানে কালো গ্লাসের একটি গাড়ি রাখা ছিল। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দায় বিভাগে (ডিবি) নেওয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে তার বাসায় অভিযান চালিয়ে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকার সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।

আজ শনিবার তার নিজ জেলা চাঁদপুরে একটি পাঁচতলা বাড়িসহ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। চাঁদপুর শহরের বন বিভাগ সড়কের খলিশাডুলি গ্রামে ১০ ইউনিটের পাঁচতলা ভবনসহ তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ শতাংশ।