২৯ জুলাই ২০২৪, ১৪:০২

কোটা আন্দোলন: গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ আরো একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহতের নাম বাবুল হাওলাদার (৪৮)। 

রবিবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি। গত ১৯ জুলাই রামপুরা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন মুন্সীগঞ্জের রং মিস্ত্রি বাবুল। হাসপাতালের ডেথ রেজিস্টার থেকে ও পরিবারের সদস্যরা এসব তথ্য জানান।

বাবুল হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার জানান, তার বাবা আন্দোলনে জড়িত ছিলেন না। সেদিন জুমার নামাজের পর বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হন বাবুল।