২৯ অক্টোবর ২০১৮, ১২:১৩

শিক্ষার্থীর গায়ে মবিল, নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে শিক্ষার্থীদের গায়ে পোড়া মবিল ছুড়ে মারাসহ বিভিন্ন হয়রানির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় পৌর শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এতে ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

প্রসঙ্গত, সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে রবিবার সকাল থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করছে শ্রমিকরা। ধর্মঘট চলাকালীন রবিবার পরিবহন শ্রমিকরা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী বাসে হামলা চালিয়েছে। এসময় তারা ছাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে গায়ে পোড়া মবিল মেখে দেয় এবং বাস ভাঙচুর করে। ছাত্রীদের গায়ে পোড়া মবিল মাখানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।