বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রের
শেরপুর সদর উপজেলায় বন্যার পানিতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছে দুই স্কুলছাত্র। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সাহাব্দির চর কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিক্ষার্থীরা হলো- উপজেলার ডুবারচর দক্ষিণ বায়ানপাড়া গ্রামের শ্রমিক মো. আমজাদ মিয়ার ছেলে শোভন (১৫) ও ক্ষুদ্র ব্যবসায়ী মহির উদ্দিনের ছেলে সুজন (১৪)। তারা কামারেরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আরো পড়ুন: পাহাড় ধসের আড়াই ঘণ্টা পর মিলল স্কুলছাত্রীর মরদেহ
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলা শেষে পাঁচ বন্ধু সাহাব্দির চর কাটাখালী গ্রামের চৌরাস্তার পাশে ডোবায় জমে থাকা পানিতে ফুটবল নিয়ে নেমে গোসল করছিল। এ সময় শোভন ও সুজন ডুবে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
শেরপুর সদর থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।