নকল করায় ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

  © সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি কেন্দ্র থেকে অসাধুপায় অবলম্বনের দায়ে ৬ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুলাই) পরীক্ষা চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির ও মাসুম বিল্লাহ ওই কেন্দ্রে অভিযান চালায়। 

এসময় অভিযুক্ত ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীরা মাধবপুর টেকনিক্যাল কলেজ ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই পরীক্ষা কেন্দ্রে অভিযান চালাই, এ সময় পরীক্ষার্থীদের কাছ থেকে ৪টি স্মার্ট ফোন ও নকল জব্দ করা হয়। অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

 

সর্বশেষ সংবাদ