বন্ধুর সামনেই স্রোতে ভেসে নিখোঁজ কলেজছাত্র
ফরিদপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে এক কলেজছাত্র পানির স্রোতে ভেসে গেছেন। বুধবার (৪ জুলাই) বিকেলে মদনখালীর স্লুইস গেটে এ ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ভুক্তভোগী কলেজছাত্র ফারদিন ইসলাম (১৮) শহরের কমলাপুর মহল্লার বালুরমাঠ এলাকার প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে।
ফারদিন টেপাখোলা সরকারি ইয়াছিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। জানা গেছে, বন্ধু ফেরদৌস রহমানকে নিয়ে গোসল করতে যান ফারদিন। এক পর্যায়ে পানির স্রোতে ভেসে যান। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলেও ফারদিনকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়।
আরো পড়ুন: চিরকুট লিখে নিখোঁজ কলেজছাত্রী নিজেই হাজির বাড়ি
জেলার পদ্মা নদী থেকে কুমার নদ উৎপন্ন হয়ে মদন খালী হয়ে শহরের ভেতর দিয়ে চলে গেছে। পানির গতি নিয়ন্ত্রণের জন্য মদনখালীতে কুমার নদের স্রোতধারায় স্লুইসগেট আছে। বর্ষার সময় গেটে পানির স্রোত দেখতে মানুষ আসেন। গোসলও করেন অনেকে। সেখানে নিখোঁজ ফারদিনের খোঁজ পায়নি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার ফের অভিযান চালানো হবে বলে জানা গেছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, স্লুইচ গেটে পানির চাপ ব্যাপক। প্রচণ্ড স্রোত রয়েছে। খবর পাওয়া মাত্রই ডুবুরি দল তল্লাশি চালিয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।